‘Fly U.S.’ a webniar sesson with U.S. Embassy

Share on social media

শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এর স্টুডেন্ট ভিসা পাওয়ার প্রসেস কে সহজতর করার জন্য ‘Fly U.S.’ a webniar sesson with U.S. Embassy শীর্ষক ওয়েবইনারের আয়োজন করে চুয়েট ক্যারিয়ার ক্লাব ।

এই ওয়েবইনারের আলোচ্য বিষয়গুলো ছিলঃ

১। অপরচুনিটি অফ হাইয়ার স্টাডি ইন ইউএস
২। হাউ টু অবটেইন এন এফ-১ ভিসা 
৩। হাউ টু শিডিউল ফর এন ইন্টারভিউ 
৪। ফি পেমেন্ট

এ ওয়েবইনার সেশনে আমাদের মাঝে উপস্থিত ছিলেন 
জনাব মোঃ জায়েদ বিন সুলতান (চিফ মডারেটর, চুয়েট ক্যারিয়ার ক্লাব) স্যার। অসংখ্য ধন্যবাদ স্যারকে তার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য।

বিশেষভাবে ধন্যবাদ –

১। মিঃ ব্রায়ান ফারম্যান, ইউএস কাউন্সিলর অফিস ২। নাদিয়া নুসরাত, সুপারভাইজার, ইনফরমেশন এন্ড আউটরীচ ইউনিট কাউন্সিলর সেকশন,এম্বাসি অফ ইউনাইটেড স্টেটস
৩। মিঃ আনোয়ার হোসেন

কে এই ওয়েবইনার সেশনটি পরিচালনার জন্য।

ধন্যবাদ আইআইসিটি, চুয়েট কে লজিস্টিক ও ভেন্যু ব্যবহারের সুযোগ দিয়ে আমাদের সহযোগিতার জন্য।

আর পুরো বিষয় তত্বাবধান ও সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি 
অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন( চিফ এডভাইজার, চুয়েট ক্যারিয়ার ক্লাব) স্যারের প্রতি । ব্যস্ততার মাঝেও স্যারের সহযোগিতার জন্যই আমাদের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।সর্বপরি সেশন সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য অংশগ্রহণকারী সকলের প্রতি আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতার হাত সব সময়ই বাড়ানো থাকবে এটাই আমাদের প্রত্যাশা।

ধন্যবাদ সবাইকে।


Share on social media

Leave a Reply