Engineering Education: Engineers and Reality

Share on social media

Design: Anika Amzad Rachi

একটি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রকৌশল সমাজের ভূমিকা অনস্বীকার্য। কঠিন ভর্তি যুদ্ধের মাধ্যমেই শিক্ষার্থীদের অর্জন করতে হয় বিশ্ববিদ্যালয়ের এক একটি আসন। কিন্তু গ্রাজুয়েশনের পর দেখতে পায় শিক্ষা জীবন আর কর্মজীবনের মধ্যে অনেক ফারাক। এর ফলে অনেককেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এভাবে দেশ বঞ্চিত হয় মেধাবী প্রকৌশলীদের উৎকর্ষতার ছোয়া থেকে।এ সমস্যা থেকে পরিত্রাণের উপায় নিয়ে আলোচনা করতে চুয়েট ক্যারিয়ার ক্লাব আয়োজন করতে যাচ্ছে ” How Engineering education serves the nation, it’s prospects and reality ” শীর্ষক একটি ওয়েবইনার (জুম)।

ওয়েবইনারে যেসব বিষয় নিয়ে কথা হবেঃ

  • ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি সম্পর্কের ঘাটতি, এ থেকে উত্তরণের উপায় ও আমাদের করণীয়।
  • একজন ফ্রেসার ইঞ্জিনিয়ার এর থেকে কোম্পানিদের এক্সপেকটেশন কি এবং তারা পায় কি।
  • চুয়েটে এম.এস.সি. ও চুয়েটিয়ানদের দেশের বাইরে হায়ার স্টাডি।
  • আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে ইঞ্জিনিয়ারদের ভূমিকা ও বাস্তবতা ।এছাড়া আরো অনেক বিষয়ে কথা হবে।

অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন

প্রধান অতিথি
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমপি
মাননীয় শিক্ষা উপ মন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিশেষ অতিথি
অধ্যাপক ড. প্রকৌশলী মো: রফিকুল আলম।
মাননীয় ভাইস চ্যান্সেলর
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

ওয়েবইনার চেয়ারঃ
অধ্যাপক ড. প্রকৌশলী সজল চন্দ্র বণিক
চিফ অ্যাডভাইসর
চুয়েট ক্যারিয়ার ক্লাব।

আমাদের সাথে আরো থাকবেন দেশ বরেণ্য একাধিক ইঞ্জিনিয়ার ও প্রফেশনালস ।

ওয়েবইনারটিতে অংশগ্রহন করতে এবং আপনার প্রশ্নটি তাদের সামনে তুলে ধরতে এখুনি রেজিস্ট্রেশন করে ফেলুন। আসন সংখ্যা সীমিত ।নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে।

রেজিস্ট্রেশন লিঙ্কঃ Click Here


Share on social media

Leave a Reply